দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল, মোঃ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর জনাব রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে “লেটার অব কমিশন” পেশ করেছেন। তৎপরবর্তীতে কনসাল জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অবস্থান এবং চাকুরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও আগামীদিনে দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরীর জন্য একসাথে কাজ করার বিষয়ে তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।
ভবিষ্যতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে কনসাল জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Discussion about this post