সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহের মো. তোরাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বুধবার (২ অক্টোবর) বিকেলে সিলেট নগরের যতরপুরে তোরাবের বাসায় যান তিনি।
সাক্ষাৎকালে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বতী সরকার কিছু সময় নেবে, এখনও কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে জামায়াতের সঙ্গে এক হয়ে কাজ করব।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। মানুষ এখনো মুক্তি পায়নি। আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক।
উল্লেখ্য, গত ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব।
Discussion about this post