রাতে আকাশ আলো করে ইরানের একেকটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে। এর আঘাত থেকে বাঁচতে ইসরায়েলিরা যখন মাটির নিচের টানেলে তখন হামলা উদযাপন করছেন গাজাবাসী। ধ্বংসাত্মক এই অস্ত্রের ঝলকানিতে তাদের বুকে যেন নতুন সাহস ভর করেছে।
ভিডিওর শুরুতেই দেখা যায়, ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকেই ভেসে আসে উল্লসিত এক কণ্ঠস্বর। যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি।
হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও। যে ইসরায়েলের জন্য তারা ঘরছাড়া, সেই ইসরায়েলের ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে তাই তো হাসপাতালের গেটের ওপর ভিড় জমিয়েছিল এসব কচিকাঁচা।
ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিলেন নারীরা। হিজাবেঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা। তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্তহত্যার প্রতিশোধ নিতে এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে।
Discussion about this post