হঠাৎ করেই বৃহস্পতিবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন সাকিব আল হাসান। যদিও সাদা পোষাকে আর কিছুদিন দেখা যাবে তাকে। তবে আজ শুক্রবার থেকে শুরু হওয়া কানপুর টেস্ট দেশের বাহিরে হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট।
সাকিবের শেষ ইচ্ছে অনুযায়ী, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার মাঠে নামা হবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে একটা ব্যাপার নিশ্চিত, কানপুরের পর ভীনদেশের মাটিতে বনেদী ক্রিকেটে আর দেখা যাবে না সুপার সাকিবকে।
বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে মুহূর্তটা রঙিন করে রাখতে চায় স্বাগতিকেরা। কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীভাস্তভ।
অরবিন্দের মতে, সাকিব শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। ফলে তাকে সম্মান দিয়ে ঘটা করে বিদায় দিতে চান তারা।
তিনি বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে সবার সাথে কথা বলব। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেয়ার চেষ্টা করব।’
সাকিবের স্মরণীয় বিদায় দিতে পারাটা হবে উত্তরপ্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের দাবি করে রাজ্য ক্রিকেট সংস্থার সচিব বলেন, ‘আমরা দেখব, এর আগে আমরা কিভাবে এ ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছি। সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব, কিভাবে কি করা যায়।’
আজ শুক্রবার সকাল ১০টায় কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্টের অভিজ্ঞতা অবশ্য সুখকর নয় টাইগারদের। হেরে যায় ২৮০ রানে।
Discussion about this post