বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।
এ সময় ভারত-বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিভাবে আরো গভীর করা যায়, দৃঢ় করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সাথে তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের যে সমস্যাগুলো তা তুলে ধরেছি। পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন তা বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টাও আছে। তারা বলছেন যে তারা এই বিষয়গুলোর প্রতি সজাগ এবং তারা চেষ্টা করছেন সমন্বয় করার জন্য।’
মির্জা ফখরুল বলেন, ‘তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সাথে আরো সম্পর্ক দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কে আরো কিভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।’
Discussion about this post