আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ আজ রোববার থেকে শুরু হয়েছে। ২০১০ সালের ১লা জানুয়ারি হতে চলতি বছরের ৫ই আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশন অব ইনকোয়ারি এ তথ্য সংগ্রহ শুরু করেছে।
আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ দাখিল করা যাবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযোগ দায়ের করা যাবে।
ভিকটিম পরিবারের সদস্যরা সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে কিংবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে লিখিতভাবে গুমের অভিযোগের তথ্য জানাতে পারবেন।
কমিশনের কার্যালয়ের ঠিকানা-৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-তে গিয়ে সরাসরি অভিযোগ করা যাবে। এছাড়া কমিশনের ই-মেইল edcommission.bd@gmail.com-তে যোগাযোগ করা যাবে। একসঙ্গে হটলাইন নম্বর ০১৭০১৬৬২১২০ ও ০২–৫৮৮১২১২১ তে যোগাযোগ করতে পারবেন ভিকটিম পরিবারের সদস্যরা।
Discussion about this post