আধ্যাত্মিক রাজধানী পূণ্যভূমি সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়েছে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘মুবারক র্যালি’। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ। বাদ যুহর র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্রজনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে।
র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার এক চরম ক্রান্তিলগ্নে এ পৃথিবীতে আগমন করেছিলেন। পাপে-তাপে পরিপূর্ণ পৃথিবীর বুকে তিনি ন্যায়-ইনসাফ, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর করে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে তিনি যে সমাজ কায়েম করেছিলেন পৃথিবীর ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল। তিনি স্থান-কাল নির্বিশেষে সারা দুনিয়ার সকল মানুষের জন্য আদর্শ। তাঁর আদর্শের আলোকে সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন, রাসূলে পাক (সা.) এর শুভ জন্মের মাসে আনন্দ প্রকাশ করা সারা দুনিয়ার মুসলমানদের কর্মসূচিরই অংশ। রাসূল (সা.) এর জন্মের ইতিহাস, জীবনাদর্শ, জীবনের বিভিন্ন শিক্ষণীয় দিক আলোচনা করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অনন্য সুযোগ এটি। রাসূলে পাক (সা.) এর শিক্ষা ও জীবনাদর্শ আমরা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। তাই তাদের কাছেও আমরা ঋণী। বর্তমান সময়ে কিছু মানুষ আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবিমূলক কথা বলছে। এটি রাসূলে পাক (সা.) এর আদর্শ থেকে মুসলমানদেরকে সরানোর অপচেষ্টা কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। বক্তারা সালফে সালেহীন ও আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে রাসূল (সা.) এর আদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের আহবান জানান।
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।
র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুসাইন আহমদ এর পরিচালনায় র্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
র্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান সাকের এর স্বাগত বক্তব্যে সূচিত র্যালিপূর্ব আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসেন, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মো. জাহেদুর রহমান, আনজুমানে আল ইসলাহ’র সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, মারুফ আহমদ, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসরুর হাসান জাফরী, সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মো. আব্দুল জলিল, আব্দুস সামাদ আজাদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সহ-অফিস সম্পাদক জামাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাদেকুর রহমান, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, সাবেক কেন্দ্রীয় সদস্য এনাম উদ্দিন আহমদ, ইসলাম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য- এম. শামছ উদ্দিন, মো. গাউছুল আলম, সাইফুল্লাহ বিন নামর, রেজাউল করিম, হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মো. ইমাদ উদ্দিন তালুকদার, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, হবিগঞ্জ জেলা সভাপতি আমিমুল ইহসান তাহছিন, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. আরিফুল হুসাইন, সিলেট মহানগর সহ-সভাপতি মাহমুদুল হাসান, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান বাপ্পি, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, মাহবুব খান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, ফয়জুল ইসলাম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফি, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শাবিপ্রবি সাধারণ সম্পাদক জিবান আহমদ প্রমুখ।
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা: তালামীযে ইসলামিয়া আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালিকে সফল ও সার্থক করে তোলা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেন ও সদস্য সচিব হুসাইন আহমদ। তারা র্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
Discussion about this post