নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মুর্তজা এবং তার বাবা গোলাম মুর্তজাসহ ৯০ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মুজাহিদুর রহমান এ মামলাটি করেন ।
আজ বুধবার সকালে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে মামলাটি হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
ওই মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজাকে এক নম্বর আসামি ও তারা বাবা বাবা গোলাম মুর্তজাকে ২ নম্বর আসামি করা হয়েছে।
এছাড়া মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান, নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু ও সরদার আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা যুবলীগের সভাপতি ভিপি মাসুম, সাধারণ সম্পাদক খোকন সাহা, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার, আইনজীবী মাহমুদুল হাসানসহ অন্যান্যদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে জেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা সদর উপজেলার নাকশি বাজার থেকে মিছিল নিয়ে মালিবাগ হয়ে শহরের দিকে আসছিলেন। মিছিলটি শহরের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পৌঁছালে ১ থেকে ৪ নম্বর আসামির হুকুমে অন্য আসামি মাহমুদুল হাসান শটগান দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।
এসময় আসামিদের মধ্যে কয়েকজন বোমাবর্ষণ, ইটপাটকেল ও পাথর নিক্ষেপ এবং মারধর করেন বলে মামলার এজাহারে বলা হয়।
Discussion about this post