ভেতরে বোমা রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ভারতের ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমান তুরস্কে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ২৪৭ জন যাত্রী ছিলেন। এটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল। খবর তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টিআরটির।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানান ভেতরে বোমা আছে। জরুরি অবতরণের পর বিমানটি পুরোপুরি খালি করেবোমার খোঁজ করা হয়।
ভিস্তারা এয়ারলাইন্স এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুর্টগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।
এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস জানান, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
Discussion about this post