কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও ৬ বছরের এক শিশু ও দুজন পুরুষ রয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন গণমাধ্যমকে জানান, ভোর ৬টার দিকে ঢাকামুখী লেনে একটি বিকল পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।
এরপর একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Discussion about this post