চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহে জেরে সংঘর্ষে দুই প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জাফতনগর ইউপির ৮নং ওয়ার্ড ছমদ বাড়ির তেলপারই (তকিরহাটে) এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর ও মো. আলমগীর। তারা ওই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
আহতরা হলেন- প্রবাসী রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানা ও তাঁর কন্যা নাজিফা, প্রতিবেশী আফাজ উদ্দিন, বোরহান উদ্দিন, সাহাব উদ্দিন ও জাহেদুল আলম।
সূত্রে জানা যায়, রেজাউল করিম নামক এক ব্যক্তি সন্দেহের জেরে স্ত্রী নিগার সুলতানাকে তালাক দিতে চায়লে শুরু হয় দ্বন্দ্ব, পারিবারিক কলহটি একপর্যায়ে সামাজিক কলহে রুপ নেয়। সমাজচ্যুতও করা হয় ওই পরিবারকে। চার ভাই একসাথে আসে প্রতিবাদ করতে। এক পর্যায়ে করিম তার স্ত্রী এবং সন্তানকে আঘাত করে, তখন এলাকাবাসী করিমের স্ত্রী এবং সন্তানকে উদ্ধারে এগিয়ে আসলে তাদের সাথে সংঘর্ষে রেজাউল করিমের দুই ভাই জাহাঙ্গীর এবং আলমগীর নামে দুই প্রবাসী ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানা ও তাঁর কন্যা নাজিফা, প্রতিবেশী আফাজ উদ্দিন, বোরহান উদ্দিন, সাহাব উদ্দিন ও জাহেদুল আলমসহ ৬ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।
এ বিষয়ে জাফতনগর ইউপি চেয়ারম্যন জিয়া উদ্দিন জিয়া ও ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
Discussion about this post