পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগছ এলাকায় শুকানি সীমান্ত ফাঁড়ি বিজিবি তাদের আটক করেন।
আটকরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশিল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস ( ১০), পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগছ গ্রামের সাইদুল (হনু)। পরে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বিজিবি।
এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের আংটি, কানের দুল, গলার হার এবং নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবির শুকানী সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মোকলেছুর রহমান জানান, আটকরা শুকানী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল। গোলপাদিগছ এলাকায় অবস্থান নেওয়ার সময় শুকানী সীমান্ত ফাঁড়ি খবর পেয়ে সেখানে গিয়ে বিজিবি তাদের আটক করে।
Discussion about this post