সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের ছুটি শেষে স্কুলে পেরার পথে বাস উল্টে সায়ান নামের আট বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছেন।
চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড় সন্তান। ফুটফুটে সায়ানের এই মৃত্যুতে তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে তারা বাংলাদেশ ভ্রমণ শেষে ১৬ আগস্ট আমিরাতে ফিরে আসে। ছুটি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) স্কুল খোলা হলে বাসে করে অন্যান্য শিক্ষার্থীদের মতো সায়ান ও সাইফান দুই ভাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা এবং চালকের অমনোযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থীর সবাই এশিয়ান নাগরিক ছিল। সায়ানের ছোট ভাই সাইফানসহ মোট ১১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সন্তানহারা পরিবারটি শোকস্তব্ধ হয়ে পড়েছে।
Discussion about this post