চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর মোহাম্মদ রোমন নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে শুভপুর জাইল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রোমন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার এবায়েদ উল্লাহ খাঁনের ছোট ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোমন দুই মাস আগে ছুটিতে দেশে আসে। গত শুক্রবার পানির স্রোতে রোমন ভেসে যাওয়ার পর তিন দিন নিখোঁজ থাকে। সোমবার লাশ পাওয়া যায়।
করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ উদ্দিন জানান, গত শুক্রবার বন্যার পানিতে ভেসে যায় রোমন। এরপর সোমবার তার লাশ উদ্ধার করা হয়েছে। জানাজা শেষে বিশ্বটিলা কবরস্থানে দাফন করা হয়েছে। রোমনের দুটি সন্তান রয়েছে।
Discussion about this post