স্মরণকালের ভয়াবহ বন্যায় ধুকছে মিরসরাই, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার মানুষ। শুধু মিরসরাইয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। প্রশাসন ঘোষিত আশ্রয়কেন্দ্র গুলোতে ২৫ হাজার মানুষ উঠলেও অনেক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকার বহুতল বাড়িতে। চারদিন ধরে সেসব বাড়িতে চলছে থাকা- খাওয়ার আয়োজন। বাড়ির মালিকরাই খাবারের ব্যবস্থা করছেন।
এমন দুর্যোগকালে সারাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্গত মানুষের পাশ দাঁড়িয়েছে। তেমনি নিজ উদ্যোগে আসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক মানুষ খ্যাত ব্যবসায়ি সৈয়দ আলিম উদ্দিন।
বন্যায় কবলিত মানুষের জন্য নিজের চারতলা বাড়ি, গ্রীন টাওয়ার শপিং সেন্টারের খালি অংশ, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান সাইনিং স্কুল খুলে দিয়েছেন। আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। প্রতিটি মানুষের খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বন্যায় সরবরাহের অজুহাত দেখিয়ে অনেক অসাধু ও সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা প্রতিটি পন্যের দাম বাড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই উনার মা ঘরের ফ্রিজে থাকা সব মাছ মাংস মানুষের জন্য বের করে দিয়েছেন। মানুষের তদারকি করছেন, খোঁজ খবর নিচ্ছেন।
এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলিম বলেন, আমাদের বাড়ির ১/২ তলার কিছু রুম,একটি টিনশেড ঘর ও চারতলার একটি ইউনিট সম্পূর্ণ খালি। ওয়াশ রুম এবং কিচেনের সু ব্যবস্থা আছে।যে কেউ চাইলে থাকতে পারেন।খাওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। জরুরী ফোনে ব্যালেন্স লাগলে ইনবক্সে নক করবেন।
সৈয়দ আলিম উদ্দিন জানান, দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো খুবই দরকার। চারদিকে পানিতে মানুষ কঠিন সময় পার করছেন। তাই আমার নৈতিক দায়িত্ব থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
Discussion about this post