বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী স্বৈরশাসক খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দূর্ভাগ্য আমাদের পাশ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের যে প্রতিজ্ঞা সেটি ভঙ্গ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাষণ দেশের স্বাধীনতাকে দূর্বল করে দিয়েছে। সে জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এমন একটা অপরাধীকে ভারত আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের যে প্রতীজ্ঞা তা ভঙ্গ করেছে। ভারতের কাছে অনুরোধ করবো আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।
Discussion about this post