কোটা আন্দোলনের সঙ্গে একাত্বতা জানিয়ে বিক্ষোভ করায় জেলহাজতে থাকা আরব আমিরাত প্রবাসীদের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের নেতারা।
রোববার (১১ আগস্ট) দলটির আয়োজনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও কোটা সংস্কার আন্দোলে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিলে তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, কোটা আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলন, এ আন্দোলন করতে গিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ আন্দোলনের সঙ্গে একাত্বতা জানিয়ে যারা সারা বিশ্বে বিক্ষোভ করেছেন তাদের অনেককেই কারাবরণ করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদেষ্টারা যেন আন্দোলনকারী প্রবাসীদের পাশে দাঁড়ান সেই দাবি জানান নেতাকর্মীরা।
রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর রাঁধুনি বিলাস রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ মিঠুন।
এ সময় বক্তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, সরকারি খরচে মৃতদেহ দেশে হস্তান্তর, বাজেট এর ৫% প্রবাসীদের জন্য বরাদ্দসহ ১০ দফা দাবি তুলে ধরেন এবং আরব আমিরাতে আন্দোলনে আটককৃত প্রবাসীদের দ্রুত সময়ে সাধারণ ক্ষমা জন্য কূটনৈতিক তৎপরতার জন্য সরকারের কাছে আবেদন করেন। পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Discussion about this post