টেস্ট এবং ওডিআই খেলতে গত ৬ আগষ্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতি কারণে দুদিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ৯ আগষ্ট পাকিস্তানের বিমান ধরে ১০ আগষ্ট ভোরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মুমিনুল হক-মুশফিকুর রহিমদেরকে ফুল দিয়ে বরণ করেছে। সেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা।
আগামী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে অবশ্য ১১ এবং ১২ আগষ্ট অনুশীলন করবে ক্রিকেটাররা। ‘এ’ দলে ম্যাচে খেলবেন জাতীয় দলের মুমিনুল, মুশফিক, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। চারদিনের ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। এরপর ১৮ ও ১৯ আগষ্ট অনুশীলন করে ২০-২৩ আগষ্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিকেটাররা।
টেস্ট সিরিজ শেষে আগামী ২৬, ২৮ এবং ৩০ আগষ্টে ইসলামাবাদে হবে একদিনের সিরিজটি। ম্যাচগুলোতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়।
এদিকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
Discussion about this post