ব্রাজিলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দূর্ঘটনায় বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানের কোনো যাত্রীই বেঁচে নেই। বিমানটি কাসকাভেল থেকে উড়ান দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় ভয়েপাস এয়ারলাইনসের এ বিমানটি।
এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
Discussion about this post