সেলিব্রেটিবিডি:
জাহিদ হাসানের নাটক মানেই মজার চরিত্র আর অভিনব গেটআপ। এবারও তাই ঘটছে। চলতি ঈদ উৎসবে তার অভিনীত নাটকের সংখ্যা ভালোই। তারমধ্যে বিষয়-বৈচিত্রের বিচারে অন্যতম ‘পলিসি কাশেম’।
ঈদের সাতদিন বাংলাভিশনের পর্দায় থাকছে সাত পর্বের এই ধারাবাহিকটি। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান। আরও থাকছেন নুসরাত ইমরোজ তিশা, আমীরুল হক চৌধুরী, কচি খন্দকার, মীরাক্কেলখ্যাত জামিল, সুজাত শিমুলসহ অনেকে।
‘পলিসি কাশেম’ সম্পর্কে নাট্যকার পলাশ মাহবুব বললেন, ‘একটি নাটকের ভালো-মন্দের অনেকটাই নির্ভর করে পরিচালক এবং কলাকুশলীদের ওপর। তবে নাট্যকারের জায়গা থেকে আমি ভালো কিছু লেখার চেষ্টা করেছি। বিনোদন ঘরানার হলেও নাটকটি বক্তব্যধর্মী। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’
পরিচালক আবু হায়াত মাহমুদও নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি জানালেন, ‘ভালো চিত্রনাট্য, শিল্পীদের দারুণ অভিনয়, চ্যানেল কর্তৃপক্ষের আন্তরিকতা- সব মিলিয়ে আশাবাদী হওয়ার মতো একটি কাজ হয়েছে। বাকিটা দর্শকদের বিচার।’
সাত পর্বের ধারাবাহিক ‘পলিসি কাশেম’ প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ৪০ মিনিটে, বাংলাভিশনে।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post