মালয়েশিয়ায় অনৈতিক কাজ দেহ ব্যবসার অভিযোগে ১১ বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। এছাড়াও অন্যান্য দেশের ৬৪ জন বিদেশিকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানী কুয়ালালামপুরের আটটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।
রুসলিন আরও জানান, স্থানীয় অধিবাসীদের অভিযোগে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে নজরদারির পর এই অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়ার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশ নেন।
আটক ৭৫ জনের মধ্যে ৫৭ জনই নারী। এর মধ্যে ৩২ জন ইন্দোনেশীয়, ১১ জন বাংলাদেশি, আটজন ভিয়েতনামি এবং ছয়জন ভারতীয়।
অভিযানে একটি মোবাইল ফোন, ১৫টি ইন্দোনেশীয় পাসপোর্ট, পাঁচটি ভিয়েতনামি পাসপোর্টসহ নগদ ১ হাজার ৭৫০ রিঙ্গিত, একটি কম্পিউটার ও গ্রাহকদের নিবন্ধনের জন্য ১০টি ওয়ার্কবুক জব্দ করা হয়েছে।
রুসলিনের মতে, গ্রাহকদের রুমে প্রবেশ করিয়ে ক্যাটালগ দেখিয়ে ঘণ্টা প্রতি ১০০ থেকে ৪০০ রিঙ্গিত আদায় করা হতো।
Discussion about this post