বরগুনার তালতলীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে শহিদুল (২৭) নামের এক যুবক উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলী এলাকার হালিম মেকারের ছেলে শহিদুল।
জানা গেছে, উপজেলার সদর রোডস্থ মুন্সি মার্কেটের ব্যবসায়ী হালিম মেকারের ছেলে শহিদুল পার্শ্ববর্তী এলাকার সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ২২ জুন স্বামীর বাড়ি থেকে তালতলী বাজারে যাওয়ার কথা বলে চলে আসে ওই প্রবাসীর স্ত্রী। বাড়ি থেকে আসার সময়ে নগদ টাকা ও স্বামীর দেওয়া গহনা নিয়ে আসেন। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজির পর জানা যায়- প্রেমের সম্পর্কের সুবাদে ৯ বছরের মেয়ে ও ৪ বছরের ছেলেকে রেখে শহিদুলের সঙ্গে পালিয়েছেন ওই নারী।
সৌদি প্রবাসী বলেন, আমি ভালোবেসে আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেছি। আমি জমি কেনার জন্য সৌদিতে থেকে গত ৫ বছরের বিভিন্ন সময়ে ১০ লাখ টাকার উপরে তার অ্যাকাউন্টে পাঠিয়েছি। ২২ জুন বাড়ি থেকে সে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে শহিদুলের সঙ্গে উধাও হয়ে গেছে।
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post