কুয়েতে শেখ সাবাহ খালেদ আল-মোবারক আল-সাবাহ নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন। দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ শনিবার (১ জুন) তাকে এই নিয়োগ দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর শেখ মেশাল আল-সাবাহ গত ১৬ ডিসেম্বর কুয়েতের আমির হন।
জানা যায়, কুয়েতের সংবিধান অনুযায়ী, আমিরকে এক বছরের মধ্যে তার সম্ভাব্য উত্তরসূরী নিয়োগ করতে হয়। আর নতুন ক্রাউন প্রিন্সকে রাজ পরিবারের সিনিয়র সদস্য হতে হয়।
সূত্র : আরব নিউজ ও মিডল ইস্ট আই
Discussion about this post