বাংলাদেশে কতজন বৈধ-অবৈধ বিদেশি কাজ করছেন তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এই নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া যারা অবৈধভাবে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয়, এ মর্মে রুলও জারি করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এর আগে বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান।
Discussion about this post