এখন থেকে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের ক্ষেত্রে অনুমতি লাগবে সৌদি আরবের স্থানীয় বাসিন্দাদেরও। দেশটির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী শনিবার (৪ মে) থেকে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত। হজ সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসেবেই এমন ঘোষণা দেওয়া হয়েছে। খবর গালফ নিউজ।
ঘোষণায় বলা হয়েছে, হজ যাত্রীদের নিরাপত্তা ও হজের প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে যাদের কাছে যথাযথ অনুমতি থাকবে না তাদেরকে মক্কার প্রবেশদ্বার থেকে ফিরিয়ে দেওয়া হবে।
গত সপ্তাহে বৈধ হজযাত্রী শনাক্তকরণে নুসুক অ্যাপ কার্ড দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এটি ডিজিটাল এবং সাধারণ উভয় ফরমেটে পাওয়া যাবে। এ কার্ডের মাধ্যমে হজের প্রক্রিয়া খুবই সহজে করা যাবে। এতে করে অনুমতি ছাড়া হজ করার প্রবণতা কমে আসবে এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
Discussion about this post