দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। এ দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। যা চলতি বছর এ নিয়ে ৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।
সোমবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
এর আগে গত শনিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।
জেআই/
Discussion about this post