পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণের অভিযোগ পবিত্র কাবা শরিফ থেকে ৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব।
এছাড়াও ওমরাহ পালনের ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান শনাক্ত করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পবিত্র কাবায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করাসহ মুসল্লিরা যেন শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন সেটি নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিরা যেন পবিত্র মসজিদে কাবায় আসার বদলে হোটেলের নামাজ ঘরে নামাজ আদায় করেন, বিশেষ করে রমজানের শেষ দশদিন।
জেআই/
Discussion about this post