মালয়েশিয়ায় চুরি ও ছিনতাইয়ের মামলায় মোহাম্মদ জামাল উদ্দিন (২৬) নামের এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (২৪ মার্চ) দেশটির জোহর রাজ্যের মুয়ারের দায়রা আদালতের বিচারক আরওয়ান সুয়াইনবোন এ রায় ঘোষণা করেন।
একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন আসামি মোহাম্মদ জামাল উদ্দিন। আদালত সুত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ভোরে জালান দাতো হাজি হাসানের একটি বাড়িতে চুরি ও ছিনতাই করেন তিনি।
চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ মার্চ জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে তোলা হয়।
বিচারক আরওয়ান সুয়াইনবোনের আদালতে অভিযোগ পড়ে শোনান। অভিযোগ স্বীকার করেন জামাল উদ্দিন। এরপর আদালত আসামিকে ছয় বছরের কারাদণ্ড ও দুটি বেত্রাঘাতের আদেশ দেন।
জেআই/
Discussion about this post