চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো আয় হয়েছে ১’শ ৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। সেই হিসেবে ২২ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৪২ লাখ ডলার বা ৭০৭ কোটি টাকা।
রবিবার (২৪ মার্চ) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মার্চের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার।
Discussion about this post