কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলে অস্ত্র দেবে না কানাডা।মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার ওপর কানাডার পার্লামেন্ট বাধ্যতামূলক নয়, এমন একটি প্রস্তাব পাস করে।
টরেন্টো স্টারকে জলি বলেন, ‘এটা বাস্তব বিষয়।’ তিনি ইঙ্গিত দেন যে এই পদক্ষেপ কেবল প্রতীকিই হবে না।
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার আহ্বানের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে এই ভোটাভুটি হয়। কানাডা সরকারও দ্বিরাষ্ট্র সমাধান চায়।
মূল প্রস্তাবটি উত্থাপন করেছিল মাইনরিটি বামপন্থী নিউ ডেমোক্র্যাটরা। তারা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল। কিন্তু তারা এখন মনে করছে যে ট্রুডো গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করছে না।
গত সপ্তাহে কানাডা জানিয়েছিল, তারা ইসরায়েলে জানুয়ারি থেকে অ-প্রাণঘাতী সামরিক রপ্তানি বন্ধ করে দিয়েছে। ট্রুডো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি জোরালোভাবে ঘোষণা করলেও গাজায় সামরিক হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে সমালোচনামূলক ভূমিকা গ্রহণ করেছেন।
জেআই/
Discussion about this post