রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাদান। সেই উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠা বাংলাদেশী শিশু কিশোরদের নিয়ে অনলাইন সংবাদ মাধ্যম আমিরাত সংবাদের আয়োজনে আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে ও আমিরাত সংবাদের সম্পাদক মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হেসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত করেন কারী মুহিবুর রহমান মন্জু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ এর সহসভাপতি তরিকুল ইসলাম শামীম ও কাজী ইসমাইল আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসাইন খান সুমন, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলীসহ অন্যন্য নেতৃবৃন্দ। প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী শিশুদের কোরআনের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়ে আসছে।
জানা গেছে, তিন ক্যাটাগরিতে কোরআন তেলাওয়াতে শিশুরা অংশগ্রহণ করেছে। ছয় থেকে দশ এবং এগার থেকে ষোল এই দুই ক্যাটাগরিতে, দেখে বা মুখস্থ ইচ্ছামতো যে কোন সূরা তেলাওয়াত করতে পারবে অংশগ্রহণকারীরা। তবে চূড়ান্ত পর্যায়ে সূরা নির্বাচিত করে দেওয়া হবে এবং সেই অনুযায়ী তেলাওয়াত করতে হবে। তৃতীয় ক্যাটাগরি কোরআনের প্রথম পাঁচ পাড়া যারা মুখস্থ করেছেন তাদের নিয়ে। বিচারকগণ এই ক্যাটাগরির প্রতিযোগিদের আয়াত পড়ে শুনালে পরবর্তী আয়াত প্রতিযোগিদের পাঠ করতে হবে।
এবারের আসরে মোট প্রতিযোগির সংখ্যা প্রায় ৩০০। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক প্রতিযোগি উপস্থিত থাকলেও সময়ের স্বল্পতার কারনে প্রায় অর্ধশত প্রতিযোগিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বাকীদেরকে অনলাইন লাইভ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহন নিশ্চিত করা হবে। তিনটি গ্রুপ থেকে বাছাইকৃতদের নিয়ে আগামী ৩১ মার্চ আজমানস্থ উম্মুল মোমেনিন উইমেন্স এসোসিয়েশন হলে গ্র্যান্ড ফাইনাল, ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক মোজহার উল্লাহ মিয়া ও প্রকৌশলী রেজাউল করীম, বাংলাদেশ সমিতি শারজাহ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ইউএইর সভাপতি প্রকৌশলী আহমেদ ইখতিয়ার আলম পাভেল, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়াইনের সভাপতি মো. সবুজ হাসান, বৃহত্তর ফরিদপুর সমিতি ইউএইর সভাপতি বুলবুল আহমেদ মুকুল, বাংলাদেশ বিজনেস ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক কবি ওবাইদুল হক ও আবদুস সাত্তার, বাংলাদেশ স্পোর্টস ক্লাব ইউএইর সাধারণ সম্পাদক মো. আলী মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু ও সাংগঠনিক সম্পাদক আলমগির হোসেন আকাশ, তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সহসভাপতি প্রকৌশলী মফিজুর রহমান, প্রকৌশলী মফিজুল ইসলাম ও কারী আবু রুকিয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আবসার ও আবদুল জলিল মোল্লা সারওয়ার, প্রচার সম্পাদক সাংবাদিক ইশতিয়াক আসিফ, প্রকাশনা সম্পাদক কলিমউল্লাহ জনি, সহ অর্থ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ বিপুল সংখ্যক অভিবাবকমণ্ডলী।
জেআই/
Discussion about this post