আমাদের দুর্ভাগ্য যে, রমজান মাসে সংযত না হয়ে এখানে কিছু মানুষ লোভী হয়ে ওঠেন৷ অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৬ মার্চ) রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেড কোয়ার্টারে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় সন্ত্রাস, জঙ্গি ও মাদক নির্মূলে র্যাবের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় র্যাবের কার্যকর ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে। জঙ্গি নির্মূল করে তারা দেশে শান্তি ফিরিয়েছে তারা। এছাড়াও, দুর্গম পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংস করেছে র্যাব।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপকার যারা করে, মানুষের নিরাপত্তা যারা দেয়; তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে অন্য একটি দেশ৷ বাংলাদেশ এটি মেনে নিতে পারে না। মনে রাখা উচিত, নিষেধাজ্ঞা কখনো একতরফা হয় না৷ তারা পারলে আমরাও স্যাঙ্কশন দিতে পারি৷ কাজেই মনোবল ভাঙবেন না কেউ৷ আত্মবিশ্বাস নিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।
তিনি বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও র্যাবকে ভূমিকা রাখতে হবে৷ সমাজ থেকে মাদক দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ কারা মাদক সরবরাহ করছে, কোন কোন রুট দিয়ে দেশে ঢুকছে৷ সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
জেআই/
Discussion about this post