চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে তালা এবং চার্জার লাইটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় দেড় কেজি ওজনের সোনা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। যার বর্তমান বাজারমূল্য এক কোটি ৬২ লাখ টাকা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে অভিযানের পর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় প্রবাসী জাহাঙ্গীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, দুবাই থেকে আসা একটি ফ্লাইট (এফজেড-০৫৬৩) সকাল ৯টা ৪৮ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬১৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
জেআই/
Discussion about this post