মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রী স্বর্ণালঙ্কার ও ২০ লাখ টাকা নিয়ে অন্যের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রবাসীর মূল্যবান জিনিস ফেরত ছেয়ে থানায় অভিযোগ করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালের ৫ এপ্রিল প্রবাসী যুবকের সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যুবক আবার ইতালি চলে যান। এর মধ্যে বিভিন্ন সময়ে প্রবাসী তার স্ত্রীর ব্যাংক হিসাবে প্রায় ২০ লাখ টাকা পাঠান।
৪ সেপ্টেম্বর সেই টাকা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে সেই নারী নোয়াখালীর এক যুবকের সঙ্গে পালিয়ে যান। পরে তিনি নোয়াখালীর আদালতের মাধ্যমে স্বামীর কাছে তালাকনামা পাঠান। তারপরই প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দেন প্রবাসীর মা।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগটি আমরা তদন্ত করছি।
জেআই/
Discussion about this post