সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর এক যুগ পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিএনপি এ হত্যাকাণ্ডের বিচার করবে। এক যুগেও সাগর-রুনির হত্যার তদন্ত ও বিচার না হওয়ার নিন্দা জানিয়ে তিনি খুনিদের গ্রেপ্তার দাবি করেন।
ক্ষমতাসীনদের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নিপীড়ন নেমে আসছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সমসাময়িক ইস্যুতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। গত ১৫ বছরে ৪ হাজার সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মাধ্যে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
জেআই/
Discussion about this post