দখলদার ইসরায়েলিদের আক্রমণের ফলে গাজার উত্তরাঞ্চল রাফায় আশ্রয় নেয়া ১০ লাখের বেশি বাসিন্দাদের উদ্দেশ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল। নিরস্ত্র মানুষের আশ্রয়স্থলে শুরু অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৫২ জন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান লক্ষ্য হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তারা এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ রাফার শাবোরা এলাকায় অন্তত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় এ সময় ১৪ আবাসিক ভবন ও ৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেআই/
Discussion about this post