ভারতের মুম্বাইয়ের মার্কিন উপদূতাবাস উড়িয়ে দেওয়া হবে এবং এতে কর্মরত সব মার্কিন নাগরিককে হত্যা করা হবে- এমন হুমকি দেওয়া হয়েছে এক বেনামি ইমেইলে। এ নিয়ে মুম্বাইয়ের বান্দ্রা-কুড়লা থানায় একটি মামলা হয়েছে। খবর: এনডিটিভি বরাত সমকাল অনলাইন
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৩টার দিকে rkgtrading777@gmail.com ঠিকানা থেকে ওই উপদূতাবাসে হুমকি পাঠানো হয়। বেনামি ইমেইল প্রেরক নিজেকে ‘পলাতক মার্কিন নাগরিক’ হিসেবে পরিচয় দেন।
নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
জেআই/সমকাল/
Source:
সমকাল অনলাইন
Discussion about this post