মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিল আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ শহীদুল ইসলাম মিয়ার সার্বিক তত্বাবধানে ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহা পরিচালক আলহাজ মাওলানা ওবায়দুল্লাহ হামজা, ঢাকা মীরপুর জামেয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি সামসুদ্দোহা আশরাফী, ঢাকা সাভার বালিয়াপুর জামিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, ফেনী জামিয়া মাদানিয়া সিলোনিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম ও প্রধান মুফতি মাওলানা মুফতি আহমাদুল্লাহ, নোয়াখালী চৌমুহানী মীরওয়ারিশপুর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ আলী, ফেনী লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আবুল কাসেম, জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মকসুদ আহমদ, বেরুলি মাদ্রাসার মুহতামিম ও ফেনী মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তৈয়ব সুলতানি।
মাহফিলে মিরসরাই উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবরণ্য আলেমগণ অংশগ্রহণ করেন।
জেআই/
Discussion about this post