আজ রাখাইন থেকে সৈন্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আবার তাদের নিক্ষেপ করা বোমায় এদেশের মানুষ আহত ও নিহত হয়। এটা আসলে কীসের লক্ষণ আমার জানা নেই।
বিএসএফ কত লোককে গুলি করে মারলো, এর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই আপনারা নিলেন না। এমনকি একটা প্রতিবাদও পর্যন্ত করলেন না। আগে যখন বিডিআর ছিল তখন বিএসএফ থেকে একটা গুলি করলে জবাবে এপার থেকে দশটা গুলি করা হতো। কিন্তু এখন এর কোনও প্রতিবাদ না করে উল্টো তাদের সঙ্গে এক হয়ে নাস্তা করেন। সব অপকর্ম করে পার পেয়ে যান। আমার মনে হয় সব অপকর্মের জবাব আপনাকে একদিন একবারেই দিতে হবে। বারবার দেওয়ার সুযোগ পাবেন না বলে হুশিয়ারী দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘নারী সমাজের ওপর অপমানের শেষ কোথায়?’ শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পারছে এদেশে কোনও সভ্য লোক বাস করার মতো পরিস্থিতি নেই। এরা (আওয়ামী লীগ) আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। এই ভাষার মাসে এদেশের তরুণরা রক্ত দিয়েছিল। আর আজ এক নারী রক্ত দিয়েছে জাহাঙ্গীরনগরের এক তরুণের জন্য। সুতরাং আমি মনে করি আজ বাংলাদেশ ধর্ষণের শিকার। এদেশের স্বাধীনতা ধর্ষণের শিকার। এ দেশের সার্বভৌমত্ব ধর্ষিত।
মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, মো. শাহজাহান প্রমুখ।
জেআই/
Discussion about this post