ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা বকা দেওয়ায় শারমীন আক্তার (১৭) ও সুফিয়া (১৪) নামের দুই কিশোরী অভিমান করে আত্মহত্যা ঘটনা ঘটেছে। নিহত শারমীন আব্দুল্লাহপুর গ্রামের অটোচালক ইউনুস মিয়ার কন্যা এবং বড়বাজার এলাকার দিনমজুর সাগর মিয়ার মেয়ে সুফিয়া।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে পৃথক দুটি ঘটনা ঘটে উপজেলার আব্দুল্লাহপুর ও পৌর শহরের বড়বাজার এলাকায়।
শারমীনের বাবা ইউনুস মিয়া জানান, সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। যে ঘরে অটোরিকশা রাখতেন সেই ঘরে তার একমাত্র মেয়ে ঘুমাত। সকালে কলেজে যায়নি বলে তার মা তাকে বকা দেয়। দুপুরের দিকে তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ মেলেনি। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে দেখেন তার মেয়ে তিরের সঙ্গে ঝুলছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শারমীন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
অপরদিকে ঘরে রান্নার কাজ করতে অনীহা প্রকাশ করলে সুফিয়াকে তার মা বকা দেয়। মায়ের সঙ্গে অভিমান করে সে ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, পরিবার ও আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে মা বকাঝকা করায় দুই কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেআই/খবরের কাগজ/
Discussion about this post