গাজায় বছরজুড়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ইসরায়েলের। তবে অবরুদ্ধ উপত্যকা থেকে কিছু সংখ্যক সেনাসদস্যকে সরিয়ে নেওয়া হবে। যুদ্ধের নতুন পর্যায় শুরু হওয়ায় এরই মধ্যে সেনাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আইডিএফের মুখপাত্রের বরাত দিয়ে সোমবার(১জানুয়ারি) সিএনএন এ খবর জানায়।
এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র জানান, ৫৫তম ও ১৪তম ব্রিগেডের রিজার্ভ সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। তারা তাদের পরিবারের কাছে ফিরবেন এবং বেসামরিক জীবনযাপন শুরু করবেন। সেইসঙ্গে স্কোয়াড কমান্ডারদের প্রশিক্ষণ দানকারী ৮২৪তম ব্রিগেড, সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দানকারী ২৬তম ব্রিগেড এবং সশস্ত্র সেনাদের প্রশিক্ষণদানকারী ৪৬০তম ব্রিগেডকে ফিরিয়ে আনা হচ্ছে। তারা ইসরায়েলে স্বাভাবিক দায়িত্বে ফিরবেন।
আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কথা বলেন। তিনি জানান, ২০২৪ সালব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ও প্রস্তুতির জন্য এ সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। যুদ্ধের কারণে অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি ও চাপ সৃষ্টির কথাও জানান তিনি।
জেআই/
Discussion about this post