কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পানি ভর্তি ট্যাঙ্কার নিয়ে খাইরান থেকে ওয়াফরা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শফিকুল ইসলাম নোয়াখালী জেলার সেনবাগ থানার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের দক্ষিণপাড়া তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের ভরসার অন্যতম স্তম্ভ। শফিকুলের মৃত্যুতে তার পরিবার ও গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শাওন সাহা বলেন, শফিক ভাই খাইরান থেকে ট্যাঙ্কার নিয়ে ওয়াফরা যাচ্ছিলেন। পথে এক কুয়েতি নাগরিকের গাড়ি হঠাৎ সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রবাসে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পরিবারকে সহায়তা করছিলেন শফিকুল। তার আকস্মিক মৃত্যুতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানসহ স্বজনেরা ভেঙে পড়েছেন। এলাকায় শোকের মাতম চলছে।
বর্তমানে তার মরদেহ কুয়েতের একটি মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
স্বপ্নের খোঁজে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখে তিনি চিরবিদায় নিলেন। তার মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা ও সংগ্রামের আরেকটি নির্মম উদাহরণ হয়ে রইল।
























