সেলিব্রেটিবিডি:
এবার ঈদে ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী নতুন ছবি ক্যাপ্টেন খান। শনিবার সন্ধ্যায় এ ছবিরি নতুন গান ‘মামা ম্যাও ম্যাও’ শিরোনামে একটি গান ইউটিউবে রিলিজ করেছে আনলিমিটেড অডিও ভিডিও প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান মনে করেন, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খানের ছবি ‘ক্যাপ্টেন খান’। সবার মনযোগ এই ছবিকে কেন্দ্র করেই। ওয়াজেদ আলী সুমন বেশ যত্ম করে ছবিটি নির্মাণ করেছেন। ভালো গল্প ও শাকিব-বুবলীকে নতুন আঙ্গিকে উপস্থানের চেষ্টা করা হয়েছে এই ছবিতে। একটি মশলাদার আইটেম গানসহ রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গানও। বিনোদনের পূর্ণ প্যাকেজ ‘ক্যাপ্টেন খান’ এবারের ঈদে সেরা ছবির স্বীকৃতি পাবে। ছবিটির টিজার, পোস্টার নিয়ে সবার আগ্রহ সেটারই ইঙ্গিত দিয়েছে।
‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল মুখার্জি। আরও রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু, মিশা সওদাগরসহ অনেক প্রিয়মুখ।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post