ঢাকাস্থ সৌদি দূতাবাস বাংলাদেশ থেকে কাজের ভিসা আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করেছে। অতিরিক্ত চাহিদা রয়ে যাওয়ায় যাত্রীদের চাপ কমাতে আগামী বুধবার (১১ অক্টোবর) চট্টগ্রামে একটি অতিরিক্ত কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন ভিসা প্রক্রিয়াকরণকারী তাশিরের কর্মকর্তারা।
তবে তাশির ভিসা পরিষেবা কেন্দ্রগুলো চাহিদা পূরণের জন্য সজ্জিত ছিল।
এক সপ্তাহের ব্যবধানে কেন্দ্রগুলো বর্ধিত সময়ের জন্য খোলা ছিল এবং প্রায় ১২ হাজারেরও বেশি বায়োমেট্রিক এন্ট্রি প্রক্রিয়া করা হয়েছিল। সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) কেন্দ্রগুলোর কার্যক্রম চালু ছিল।
আবেদনকারীদের কষ্ট কমাতে যমুনা ফিউচার পার্কের অভ্যন্তরে একটি অতিরিক্ত ওয়েটিং লবি নেয়া হয়েছিল। ১০ অক্টোবর থেকে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করা হয়েছে।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে https://vc.tasheer.com/appointment পরিদর্শন করতে হবে এবং একটি নিরবচ্ছিন্ন ভিসা অভিজ্ঞতা থাকতে হবে।
সূত্র : ইউএনবি
Discussion about this post