আগামীকাল দুপুরে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়বে। তার আগে এবারের আসরে বড় কিছুর স্বপ্ন দেখালেন অধিনায়ক। দ্বিতীয় দফায় ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আজকে একথা বলেন সাকিব আল হাসান।
এশিয়া কাপে এই প্রথম বাংলাদেশকে দুই দেশে গ্রুপের দুই ম্যাচ খেলতে হচ্ছে। এই ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং। সাকিব নিজেও মানেন তা। তবে এই ভ্রমণ বাকি দলগুলোর জন্যও সমান। তাই এই ব্যাপারটা পাশে রেখে নিজেদের দিকে ফোকাস রাখতে চান সাকিব।
২০১২, ২০১৮ ওয়ানডে এবং ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের জন্য জিততে হয় ফাইনালও। মুখে সরাসরি না বললেও সাকিব ইঙ্গিতে সেই কথাটাই যেন বললেন।
সেই সঙ্গে টুর্নামেন্টের লক্ষ্য হিসেবে সব ম্যাচ জয়ের আশা রাখলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। শনিবার মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকিব এভাবে বললেন, ‘সুযোগ থাকলে সব ম্যাচ জেতার চেষ্টা করব। এখন একবারেই ওসব কিছু নিয়ে (দুই দেশে খেলা) ভাবছি না যে কোথায় যাব । আমাদের লক্ষ্য থাকবে গ্রুপের প্রথম দুই ম্যাচ জেতা। এরপর ম্যাচ বাই ম্যাচ করে এগোনো।’
Discussion about this post