২০ আগস্ট দুবাই আসবেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, সাথে উপস্থিত থাকবেন আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তবে এবার ক্রিকেট খেলতে নয় আসবেন দুবাইর গোল্ডসূকে বাংলাদেশী মালিকানাধীন এন আর আই জুয়েলারীর অফিস উদ্বোধন করতে । এর আগেও তিনি এই প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যাম্বাসেডর হয়ে আমিরাতের শারজায় এসেছিলেন।
ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে এবং মাঠের বাইরে সব সময় আলোচিত কিংবদন্তি। এই ক্রিকেট অলরাউন্ডার প্রবাসীদের কাছে ও আলোচনার বিষয়বস্তু। এবার তিনি পূনরায় আলোচনায় উঠে এসেছেন আমিরাত প্রবাসীদের কাছে। দুবাইয়ের আরব জুয়েলারীর বিতর্ক ঝড় উপেক্ষা করে তিনি আবারও দুবাইয়ে পা রাখতে যাচ্ছেন একটি বিজ্ঞাপনী কাজে।
গত মার্চ মাসে দুবাইয়ে একটি জুয়েলারি উদ্বোধন করতে গিয়ে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন বিশ্ব খ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সে বিতর্ক গায়ে না মেখে সাকিব নিজের মত করে এড়িয়ে গেছেন বিষয়টিকে। সেই বিতর্কের ঝর না থামতে পুনরায় তিনি দুবাইতে আসতে যাচ্ছেন একটি প্রতিষ্ঠানের হয়ে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা জানাতে। সাকিবের জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে বাংলাদেশী এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে উদ্যোগী হয়েছেন।
আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মাটিতে প্রবাসী বাংলাদেশী প্রতিষ্ঠানের হয়ে ক্রিকেট তারকাদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাংলাদেশ মিশনগুলো। আমিরাতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর এই বিষয়ে বলেন পাকিস্তান ভারত এবং অন্যান্য দেশের সেলিব্রেটিরা নিজেদের দেশের প্রতিষ্ঠানের প্রচার প্রসার বাড়াতে এখানে আসেন।সেভাবে প্রবাসীরা তাদের ব্যবসায়ীক কাজে সাকিব আল হাসান সহ অন্যান্য ক্রিকেটারদের জনপ্রিয়তা কে কাজে লাগাবেন এটাই হওয়া উচিত। তাছাড়া বাংলাদেশী প্রতিষ্ঠান গুলোর প্রতি আমিরাতে অবস্থানরত ১০ থেকে ১২ লাখ প্রবাসীর মনোযোগ আকর্ষণ করতে পারলে প্রবাসী ব্যবসায়ীরা অবশ্যই সফলতা পাবেন।
এদিকে সাকিব আল হাসান দুবাই আসার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জনসাধারণের মাঝে। মার্চে একটি জুয়ালারী উদ্বোধন অনুষ্ঠানে প্রিয় তারকাকে দেখতে হাজার হাজার ভক্ত অনুরাগী ভীড় করেছিলেন দুবাইতে এবং শারজায়। ফলে দুবাই ও শারজায় অনেকটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল এই আয়োজনগুলোতে। তবে এবারের সাকিবের উপস্থিতি নিরাপদ ও সুশৃংখল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা
Discussion about this post