সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের স্বল্পমূল্যে স্বাস্থসেবা নিশ্চিত করতে আমিরাতের প্রসিদ্ধ এসটার হাসপাতাল ও ক্লিনিকের সাথে বাংলাদেশ সমিতি দুবাই’র এক বিশেষ চুক্তি স্মারকপত্র স্বাক্ষরের প্রাথমিক আলোচনা হিসেবে ৪ আগস্ট শুক্রবার দুবাই গেসিস এসটার হাসপাতালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে এসটার গ্রুপের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার ড. সিরাজুদ্দিন টিএম এবং বাংলাদেশ সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক এম এ সবুর চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল অংশগ্রহন করেন। খুব শীঘ্রই এই চুক্তি স্মারকপত্র সম্পাদন ও বাস্তবায়ন হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশী সকল রেমিটেন্স যোদ্ধাদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
এসটার গ্রুপের সকল হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসির মাধ্যমে এই সেবা প্রদান করা হবে। আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সুবিধাবঞ্চিত প্রবাসী শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান ক্লিনিকের মাধ্যমেও সেবা প্রদান করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, ফাউন্ডার এক্সিকিউটিভ মেম্বার কামাল হোসাইন সুমন, আব্দুল আওয়াল ও বচন মিয়া তালুকদার প্রমুখ।
Discussion about this post