জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির বৃহস্পতিবার (২০ জুলাই) কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন। কপ-২৮-এর সভাপতি হিসাবে তিনি সংযুক্ত আরব আমিরাতের পক্ষে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে সম্মেলনে বাংলাদেশের সমর্থন চাইতে ঢাকা সফর করবেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৮ এর স্বাগতিক দেশ। আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হওয়ায় সম্মেলনের আগেভাগেই সমর্থন আদায় করতে দেশটির সুলতান ঢাকা সফরে আসছেন। এছাড়া এই সফরের আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো। তার সফরটি খুব অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হবে। ঢাকায় আসার পর বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তিনি আবার ফিরে যাবেন।
কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির ঢাকা সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এই সফরে কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
Discussion about this post