মুহাম্মাদ শোয়াইব
মানবসম্পদ ও আমিরাত মন্ত্রক ঘোষণা করেছে যে শুক্রবার, ২১ জুলাই, হিজরি নববর্ষ ১৪৪৫ উপলক্ষ্যে বেসরকারী খাতের সমস্ত কর্মীদের জন্য একটি সরকারী বেতনের ছুটি।
মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় টুইটারে তার অফিসিয়াল অ্যাকাউন্টে লিখেছে: “মন্ত্রণালয় ঘোষণা করেছে যে শুক্রবার, ২১শে জুলাই, হিজরি নববর্ষ উপলক্ষে বেসরকারী খাতের সকল কর্মীদের জন্য একটি সরকারী বেতনের ছুটি। ১৪৪৫ সাল।”
সূত্র: আল বায়ান
Discussion about this post