আমিরাত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন ঘিরে এ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। যেখানে স্থান পেয়েছে দুই দেশের ১৬ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের ১১ ও আমিরাতের পাঁচ জন চিত্রশিল্পী। দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
শনিবার (২০ মে) রাতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে বুধবার প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের কিউরেটর নিহারীকা মোমতাজ, সমন্বয়ক ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাত দ্বিতীয় সচিব বদরুল আহমেদ ও বাংলাদেশ সমন্বয়ক ইমদাদুল হক সুফিসহ এই প্রদর্শনীতে দুই দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত ১১ জন এবং আরব আমিরাতের ৫ জন অংশগ্রহণ করেছেন।
চিত্রকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের উদ্বোধনী দিনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের ব্যক্তিরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এসেছেন এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিক। তারা দেখছেন ভিন্ন এক বাংলাদেশ। দেশি শিল্পীদের এমন চিত্রকলা সারা বিশ্বে পরিচয় করাতে চান সংশ্লিষ্টরা। এতে অংশগ্রহণকারী শিল্পীদের ব্যাপক আগ্রহ ও উৎফুল্ল মনোভাব লক্ষ করা গেছে। কূটনীতিকরাও বলছেন, এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সংস্কৃতির সেতুবন্ধ আরও জোরদার হবে।
“সংস্কৃতির সেতুবন্ধন: চিত্রকলায় বাংলাদেশ” শিরোনামে অনুষ্ঠিত চিত্রশিল্পীদের রং তুলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফর এবং আমিরাত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ছবি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। এর মধ্য দিয়ে দুই দেশের সমৃদ্ধ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে জানান আয়োজকবৃন্দ।
Discussion about this post